নিজস্ব প্রতিনিধি ॥ জলাবদ্ধতা নিরসন নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও পিটিআই কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। তিনি গতকাল পিটিআই এলাকা পরিদর্শন করেন। এ সময় প্রাথমিক শিক্ষা অফিস ও পিটিটিআই’র সামনে ও কম্পাউন্ডের ভিতর অন্যান্য বারের মতো যাতে এবারও জলাবদ্ধতা সৃষ্টি না হয় সে ব্যাপারে আলোচনা করেন। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও পিটিটিআই ইন্সট্রাক্টরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পিটিআই’র সামনের বড় ড্রেনে মানুষ যাতে ময়লা আবর্জনা না ফেলতে পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহবান জানান মেয়র।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com