চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের নরপতি গ্রামে ইমন মিয়া (১২) নামে ৫ম শ্রেণির এক ছাত্রকে লাঠি দিয়ে বেধড়ক পিঠিয়ে গুরুতর জখম করেছেন হারুন মিয়া নামে এক যুবক। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে সন্ধ্যায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ইমন চুনারুঘাট উপজেলার মধ্য নরপতি গ্রামের আব্দুল কালামের পুত্র।
শিশুর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টায় আব্দুল কালামের ছেলে ইমন তার বাড়ির কাছে বেগুন ক্ষেতে বেগুন তুলতে যায়। এ সময় একই গ্রামের শহীদ মিয়ার ছেলে হারুন মিয়া খাওয়ার জন্য বেগুন চায়। শিশু ইমন বেগুন না দিলে হারুন জোরপূর্বক তুলতে যায়। ওই সময় শিশু ইমন বাঁধা দিলে তার সাথে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে হারুন হাতে থাকা লাঠি দিয়ে বেধড়ক পেটান। এতে তার (ইমন) শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। ইমনের বাবা আব্দুল কালাম জানান, ছেলেকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। এতে ইমনের দুই হাতের কনুই ওপরে মারাত্মক জখম প্রাপ্ত হয়। এছাড়াও তার বুকে ও পিঠে প্রচন্ড আঘাত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে চুনারুঘাট সদর ইউনিয়নের দায়িত্বরত বিট অফিসার উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানান, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।