সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় কলেজ গভর্নিং বডির সদস্য, কলেজ অধ্যাপক, উপাধ্যক্ষ, প্রভাষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রশীদ তালুকদার ইকবাল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়ার সভাপতিত্বে ও কলেজ উপাধ্যক্ষের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য সাবেক কমিশনার মোঃ রাহেল মিয়া সর্দার, সাবেক কমিশনার মাওলানা মোঃ আবু তাহের, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মঈনুল হাসান রতন, অনলাইন প্রেসক্লাব সভাপতি ও বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, উপজেলা রিপোর্টার্স ক্লাব সভাপতি মোঃ মামুন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রশীদ তালুকদার ইকবাল বলেন- শিক্ষার কোনো বিকল্প নেই। সুশিক্ষা গ্রহণ করে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। এতে মেধা ও শরীর উভয়ই ভালো থাকবে। তিনি আরো বলেন- প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে হবিগঞ্জ-৩ আসনে টানা চতুর্থ বারের মতো নির্বাচিত আলহাজ্ব মোঃ আবু জাহির এমপি বরাদ্দ এনে এ ডিগ্রি কলেজে একাধিক ভবন নির্মাণ করে দিয়েছেন। যা অনার্স কোর্স চালু, অডিটোরিয়াম এবং কলেজের পুরনো চেহারা পাল্টে গেছে। এখন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ, ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয় সরকারিকরণ প্রচেষ্টা চলছে।