আটককৃতদের একজন হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ ও অপরজন শ্যামলী এলাকার বাসিন্দা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জাল নোটসহ দুই প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার বিকেলে উপজেলার গজনাইপুর ইউনিয়নের পূবালী ব্যাংক গজনাইপুর শাখার সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- হবিগঞ্জ পৌরসভার মাহমুদাবাদ এলাকার মৃত আরিফ আহমেদের ছেলে মোঃ শাকিল আহমেদ (৩৬) ও শ্যামলী এলাকার মৃত সৈয়দ হুমায়ুন কবিরের ছেলে সৈয়দ সাজিদুল হক (৩৫)।
স্থানীয়রা জানায়- সোমবার সকাল থেকে মোটরসাইকেল নিয়ে পূবালী ব্যাংক গজনাইপুর শাখার সামনে এসে ঘুরাঘুরি করে শাকিল ও সাজিদুল। এসময় বিভিন্ন ব্যবসায়ী ও ব্যাংকে টাকা উত্তোলনে আসা ব্যক্তিদের কাছ থেকে জাল নোট দিয়ে খুচরা টাকা চায় শাকিল। তাদের চলাফেরা দেখে সন্দেহ হলে শাকিল ও সাজিদুলকে আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আতিকুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত শাকিল ও সাজিদুলকে তল্লাশী করে। এসময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ২০টি জাল নোট, একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলী বলেন- জালনোটসহ দুই জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।