ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর অফিসিয়াল ক্লাব ভিজিট গত ৩ ফেব্রুয়ারি দুপুরে হবিগঞ্জ শহরের স্কাই কিং রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শারমিন রহমানের উপস্থিতিতে এবং সদস্যদের আনন্দময় পরিবেশে ক্লাব ভিজিট সফলভাবে সম্পন্ন হয়। ক্লাব সদস্যরা ফুল দিয়ে ডিস্ট্রিক্ট চেয়ারম্যানকে বরণ করে নেন। ক্লাবের পক্ষ থেকে চেয়ারম্যানকে শুভেচ্ছা উপহার দেয়া হয়। ইনার হুইল সেবা আর বন্ধুত্বে বিশ্বাসী, তাই সেবার মানসে মানবতার কল্যাণে নিজস্ব ক্ষুদ্র সামর্থ্য নিয়ে একসাথে পথ চলে ইনার হুইল বন্ধুরা আর এ প্রয়াসে ক্লাব ভিজিট উপলক্ষে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান এর উপস্থিতিতে একজন স্কুল শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট মাহফুজা আক্তার ডলি, চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি, ভাইস প্রেসিডেন্ট-১ তাজকিরা আক্তার, আই,পি,পি সানজিদা মুহিব প্রীতি, সেক্রেটারি কুমকুম চৌধুরী, ট্রেজারার রওশনআরা লুনা, ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার রায়হানা বেগম, সদস্য অ্যাডভোকেট শায়লা খান। ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ক্লাবের স্যুভেনির এর মোড়ক উন্মোচন করেন, কেক কাটেন এবং শিশুশিল্পী তোরসার নৃত্য উপভোগ করেন। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com