এস কে কাওছার আহমেদ, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে নদীর তীর থেকে ফুটফুটে নবজাতক কন্যা সন্তানকে উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল সোমবার ভোরবেলা নদীর তীরে কান্নারত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর স্থানীয় এক মহিলার জিম্মায় রাখা হয়েছে।
স্থানীয়রা জানান- আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামের দক্ষিন দিকে কুশিয়ারা নদীর শাখা বছিরা নদীর তীরে শিশুর কান্না শুনে স্থানীয় কয়েকজন নারী পুরুষ সেখানে গিয়ে একটি নবজাতককে পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে শিশুটিকে স্থানীয় দয়াল মিয়ার মেয়ে আলফিনা বেগমের জিম্মায় দেয়া হয়।
স্থানীয় সফিকুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, ভোরবেলা জমিতে কাজ করতে যাবার পর কৃষকেরা নদীর তীরে নবজাতককে দেখতে পান।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এক দিনের শিশু বাচ্চাটিকে স্থানীয় নিঃসন্তান এক নারীর জিম্মায় দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবগত করা হয়েছে। যতটুকু আইনগত সহযোগিতা প্রয়োজন আমরা করছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com