এস কে কাওছার আহমেদ, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ পৌর এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন সরকারি খাস ভূমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করা হচ্ছে। তহসিল অফিস এবং উপজেলা প্রশাসনের সন্নিকটে এই দখল প্রক্রিয়া শুরু হলেও ঘর নির্মাণ সম্পর্কে জানেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এনিয়ে স্থানীয়দের মাঝে নানামুখি আলোচনা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাল্লা উপজেলার বাসিন্দা আজমিরীগঞ্জের একটি বেসরকারি এনজিওতে কর্মরত শংকর দাস মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনে সরকারি খাস ভূমিতে ঘর নির্মাণ শুরু করেছেন।
সরজমিনে দেখা যায়- সিমেন্টের পিলার বসিয়ে দো-চালা ঘরের নির্মাণ কাজ চলছে। ঘর নির্মাণকারী শংকর দাসের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি জায়গা কিনে ঘর নির্মাণ করছি।
তহসিলদার সুজিত দাস জানান- আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। আমার বদলি হয়ে গেছে অন্য উপজেলায়। বিষয়টি নিয়ে ইউএনও মহোদয়ের সাথে কথা বলুন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।