নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পুরাতন মসজিদ পুনঃনির্মাণের নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে কুর্শি ইউনিয়নের তাহিরপুর গ্রামবাসীর পক্ষে মতিউর রহমান ৩০ জানুয়ারি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়- কুর্শি ইউনিয়নের তাহিরপুর গ্রামের স্থায়ী বাসিন্দা আব্দুল আহাদ ও ইকবাল মিয়া গং তাহিরপুর পুরাতন জামে মসজিদ মহল্লার কাউকে না জানিয়ে ব্যক্তিগত স্বার্থে অন্যান্য লোকজনের যোগসাজশে ২ লাখ টাকার মূল্যের মসজিদের আসবাবপত্র নামমাত্র মূল্যে ভাঙ্গারির কাছে বিক্রি করে দেন। উল্লেখিত ব্যক্তিগণ কোনরূপ সভা না করে কাউকে দাওয়াত না করিয়ে কোন কমিটি তৈরি না করে এমনকি মোতাওয়াল্লি নির্ধারণ না করে ব্যক্তিগত ভাবে মসজিদের নামে অর্থ সংগ্রহ করেন। উক্ত মসজিদটি নতুনভাবে নির্মিত হওয়া প্রয়োজন। কিন্তু আইনগত বৈধ কোন কমিটি না থাকায় মসজিদ নির্মাণকে পূঁঁজি করে কতিপয় ব্যক্তি অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন কার্যকলাপে লিপ্ত রয়েছে। ফলে গ্রাম ও মহল্লাবাসীর মাঝে মসজিদ নির্মাণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মসজিদটি নির্মাণের পূর্বে মোতাওয়ালি নিয়োগসহ একটি কমিটি গঠনের মাধ্যমে অথবা নির্বাহী কর্মকর্তার নিজ তত্ত্বাবধানে মসজিদ নির্মাণ করার আহবান জানান অভিযোগকারী। এদিকে মসজিদ পুনঃনির্মাণের ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর মাঝে শান্তিভঙ্গের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা স্থানীয়দের।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com