শিশু নির্যাতন প্রতিরোধে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার মতবিনিময়
স্টাফ রিপোর্টার ॥ শিশু বেড়ে উঠার ক্ষেত্রে তার অধিকার নিশ্চিত করতে হবে। আজকাল দেখা যায় শিশুদের মামলায় জড়িয়ে বয়স বাড়িয়ে কোর্টে হাজির করা হয়। এটি শিশুর অধিকারের চরম লঙ্ঘন। আমরা শিক্ষকদেরকে মানুষ গড়ার কারিগর মনে করি। কিন্তু অনেক সময় শিক্ষার্থীরা তাদের দ্বারা নির্যাতিত হয়। এছাড়া কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে বইয়ের বোঝা চাপিয়ে দেয়াকেও শিশু নির্যাতনের অংশ হিসেবে উল্লেখ করেন আলোচকগণ। শুধু তাই নয়, গৃহকর্মী হিসেবে আমাদের গৃহে যারা কর্মে নিয়োজিত তাদের প্রতি আমাদের আচরণ পরিবর্তন ও সদয় হওয়ার আহবান জানানো হয়। তাছাড়া শিশু নির্যাতনের ক্ষেত্রে সাংস্কৃতিক আগ্রাসনকে দায়ি করেন অনেক আলোচক। বক্তাগণ বলেন, আইনের ফাঁক গলিয়ে অপরাধ করেও অনেকে পার পেয়ে যায়। আইনী জটিলতা থাকায় অনেক শিশু নির্যাতনের শিকার হয়েও ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। শিশু শ্রম বন্ধে আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ না থাকায় কোন অবস্থাতেই শিশু শ্রম বন্ধ করা যাচ্ছে না। তাই শিশুর অধিকার ও এ বিষয়ক আইন কানুন সম্পর্কে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশু নির্যাতন অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলেও মত প্রকাশ করেন বক্তাগণ। মানবাধিকার সংস্কৃতি ফাইন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় এবং হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে জেলা পরিষদ হলরুমে ‘শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস্ ডিফেন্ডার নেটওয়ার্ক কমিটি হবিগঞ্জের কনভেইনার মোহাম্মদ শাবান মিয়া। হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সিনিয়র সমন্বয়কারী আরেফ আলী মন্ডলের পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও হিউম্যান রাইটস্ ডিফেন্ডার নেটওয়ার্ক কমিটি হবিগঞ্জের সদস্য সচিব মোহাম্মদ শাহীন। বিশেষ অতিথি ছিলেন- এমএসএফ এর স্টাফ ল’ ইয়ার অ্যাডভোকেট নাহিদ শামস্, জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, বাপা হবিগঞ্জের সভাপতি মোঃ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরী। বক্তব্য রাখেন- হিউম্যান রাইটস্ ডিফেন্ডার নেটওয়ার্ক কমিটি হবিগঞ্জের কো-কনভেইনার অ্যাডভোকেট তাহমিনা খান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্টিয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক ও স্টিয়ারিং কমিটির সদস্য প্রদীপ দাশ সাগর, স্টিয়ারিং কমিটির সদস্য অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, এসএম সুরুজ আলী, কহিনুর আক্তার রেলী, তাছলিমা আক্তার হ্যাপি প্রমূখ। প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, সার্বিক কার্যক্রম ও সাম্প্রতিক সংগঠিত শিশু নির্যাতন নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সিনিয়র সমন্বয়কারী আরেফ আলী মন্ডল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com