স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা বড় ব্রীজের নিচ থেকে উদ্ধার শিশুর লাশ বেওয়ারিশ হিসেবে দাফনের পর তার পরিচয় পাওয়া গেছে। সে সিলেট টিলাগড় এলাকার নীলা আক্তারের কন্যা। তার বয়স ৩ বছর।
ওসি দেলোয়ার হোসেন জানান, গতকাল বুধবার রাত ৯টায় বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে উদ্ধার হওয়া শিশুর লাশ দাফন করা হয়। এদিকে লাশ দাফনের পর শিশুটির পরিচয় মিলে। খবর পেয়ে শিশুটির পরিবার সিলেট থেকে রওয়ানা হয়েছে। তারা এলে বিস্তারিত জানা যাবে।
প্রসঙ্গত, মঙ্গলবার স্থানীয় কৃষকরা বোরো ধানের জমিতে কাজ করতে যাওয়ার সময় ব্রীজের নিচে ডোবায় এক শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবগত করেন। পরে চেয়ারম্যান বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com