হবিগঞ্জ প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির শোক
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি শাকিল চৌধুরীর মা মমতাজ হক চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। গতকাল বাদ এশা রাজনগর বড় মসজিদে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়। এর আগে গতকাল দুপুর ১২টার দিকে সদর আধুনিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেছেন।
মমতাজ বেগমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করেন। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ প্রেসক্লাব ও জেলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ ও সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ হাকিম, সহ-সভাপতির জুয়েল চৌধুরী, সাধারণ সম্পাদক এমএআর শায়েলসহ নেতৃবৃন্দ। তারা মরহুমা’র রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।