স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপির নৌকা প্রতীকের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন তাঁর স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলেয়া আক্তার। গতকাল হবিগঞ্জ পৌরসভার মোহনপুর এলাকায় নারীদের অংশগ্রহণে মতবিনিময় সভায় অংশ নেন এবং পরে বাড়ি বাড়ি গিয়ে তিনি গণসংযোগ করেন।
বিগত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এমপি আবু জাহির হবিগঞ্জে যে উন্নয়ন করেছেন আলেয়া আক্তার সেগুলোর কথা তুলে ধরেন এবং আগামীতেও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। মোহনপুর এলাকার নারীরা তাঁর বক্তব্যে সাড়া দিয়ে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন।
প্রচারণায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র আতাউর রহমান সেলিম ও সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীমসহ জেলা ও পৌর মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা লীগের নেত্রীরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com