ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত গঠনের লক্ষ্যে এবং অবৈধ সরকারের পদত্যাগের এক দফা দাবীতে ২য় দফার জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচীর তৃতীয় দিনে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম এর উদ্যোগে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের বহুলা, আনন্দপুর, নারায়নপুর, দীঘলবাগসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে ব্যাপক জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করছে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচী পালনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, রিচি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মুকিম চৌধুরী,জেলা তাঁতীদল সাংগঠনিক সম্পাদক একেএম রাজিব,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, গোপায়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ হাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, পৌর বিএনপি সাবেক সদস্য মোঃ টেনু মিয়া, গোপায়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ গহর আলী, জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক এনামুল হক চৌধুরী, জেলা যুবদল নেতা জিয়াউল হক আলমগীর, সোহেল আহমেদ, উজ্জ্বল আহমেদ, পৌর বিএনপি’র ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান পলাশ, সৈয়দ নিয়াজ উদ্দিন হারুন, শেখ আজিজুর রহমান আজিজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সদস্য সচিব শেখ সোহেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান,সদর উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ মোঃ রাসেল, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান, মোঃ জুয়েল মিয়া, শামীম ওসমান,লাখাই উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সোহান চৌধুরী, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল আহবায়ক মোঃ ইমন মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ লিটন,যুবদল নেতা সাইফুল ইসলাম সোহান, রাইসুল ইসলাম মধু, আলমগীর মিয়া, ফেরদৌস আহমেদ ফিরোজ, সুমন মিয়া, বিএনপি নেতা শের আলী, সাজুু মিয়া, সাদ্দাম হোসেন আলী হোসেন, জানে আলম, ইব্রাহিম মিয়া প্রমূখ।
কর্মসূচী শেষে এনামুল হক সেলিম তাঁর গ্রামের বাড়িতে গেলে সাদা পোশাকধারী পুলিশ অতর্কিত হামলা চালিয়ে এনামুল হক সেলিমকে গুরুতর আহত করে এবং তাঁর বাড়ীতে থাকা তিনটি মোটরসাইকেল নিয়ে যায়। এনামুল হক সেলিম পুলিশের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে বলেন- মানুষের বাড়িঘরে হামলা করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন থেকে বিএনপিকে দমানো যাবে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com