চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার গভীর রাতে চুনারুঘাট থানার এসআই লিটন রায় ও এএসআই আব্দুর রহিম এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা বাগানের সাঁওতাল লাইনের সন্তোষ ঝড়ার বাড়ীর সন্নিকটে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ সিতেশ শুক্লবৈদ্য (৩৫) কে আটক করে। সে চুনারুঘাট উপজেলার চিমটিবিল গ্রামের অশনী শুক্লবৈদ্যের ছেলে। এ ব্যাপারে মাদক কারবারী সিতেশ শুক্লবৈদ্যের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com