মাধবপুর আইন-শৃঙ্খলা সভায় ইউএনও এ.কে.এম ফয়সাল
আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবে সম্পূর্ণ চাপমুক্ত ও নিরপেক্ষ। দ্বাদশ জাতীয় নির্বাচনে স্বাচ্ছন্দ্যে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পরিবেশ থাকবে। এ নির্বাচনে দূর্গম এলাকা ব্যতিত মাধবপুর উপজেলার সকল কেন্দ্রে ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে। ভোটারদের মন থেকে সংকোচ ও সন্দেহ দূর করার লক্ষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. কে. এম ফয়সাল তাঁর বক্তৃতায় এসব কথা বলেন।
কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান তাঁর বক্তব্যে বলেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় মাধবপুরে রাজনৈতিক সম্প্রীতি অত্যন্ত ভালো। এখানে নির্বাচনকে কেন্দ্র করে কোন সংঘাত সংঘর্ষের ইতিহাস নেই, সামনে যেন না হয় সেজন্য সকলেকেই সজাগ থাকতে হবে। শ্রদ্ধাবোধের সাথে নির্বাচনী প্রচারনা চালাতে হবে। আইন-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব থানার ওসি মোঃ রাকিবুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে এই নির্বাচনে ভোটারদের প্রাধান্য দেওয়া হচ্ছে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার নির্দেশনা পুলিশ বাস্তবায়ন করে যাচ্ছে। সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন, ইউনিয়ন চেয়ারম্যান সাহাব উদ্দিন জারু, আলাউদ্দিন, মাহবুবুর রহমান সোহাগ, মীর খোরশেদ আলম, মোঃ মাসুদ খাঁন প্রমূখ।