জাতীয় মহিলা সংস্থা হবিগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে সংস্থার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থার জেলা চেয়ারম্যান ইসমত আরা বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম। সংস্থার জেলা কর্মকর্তা মুহাম্মদ ইয়াছিন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি রোজেস কালেক্টরেট স্কুলের সিনিয়র শিক্ষক লতিফুন্নেছা চৌধুরী ঝর্ণা, সংস্থার জেলা কমিটির সদস্য খুদেজা আক্তার ও লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, হবিগঞ্জ যুব মহিলা লীগ সভাপতি মেহেরুন্নেছা চৌধুরী মজু, সংস্থার মাঠ সমন্বয়কারী মোঃ কবির হোসেন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ ওবায়েদুর রহমান, ট্রেড প্রশিক্ষক কুলসুমা বেগম এবং রাহেলা বেগম। অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ তাদের বক্তব্যে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com