হবিগঞ্জের সাবেক কৃতি ক্রিকেটার আমিনুর রহমান দিপুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে হবিগঞ্জ জেলা ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতি। গতকাল রবিবার সংগঠনটির পক্ষে সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সোহেল সংবাদপত্রে প্রেরিত এক বার্তায় এ শোক প্রকাশ করেন। শোকবার্তায় মরহুম আমিনুর রহমান দিপুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একইসাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়- মহান আল্লাহতায়ালা যেন তাঁর পরিবারের সদস্যদের এই কঠিন শোক সহ্য করার ক্ষমতা দেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com