নারীর প্রতি সব ধরনের সহিংসতাকে না বলার পক্ষে বিশ্বব্যাপী ১৬ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ ৯ ডিসেম্বর আলোচনা সভা/মাসিক সাধারণ সভা ও বেগম রোকেয়া দিবস উদযাপন করে। স্থানীয় স্কাই কিং রেস্টুরেন্টে সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত সভায় মহীয়সী নারী বেগম রোকেয়ার জীবনাদর্শ আলোচনা করা হয় এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ‘জাগো নারী, জাগো বহ্নি শিখা’ কবিতাটি আবৃত্তি করেন সেক্রেটারি কুমকুম চৌধুরী। বেগম রোকেয়া দিবসে হবিগঞ্জের শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হওয়ায় চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনিকে ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট মাহফুজা আক্তার ডলি। উপস্থিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি, সেক্রেটারি কুমকুম চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট রায়হানা বেগম, ভাইস প্রেসিডেন্ট-১ তাজকিরা জুবলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি কুমকুম চৌধুরী। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন নিয়ে আলোচনার মধ্য দিয়ে সভা সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি