স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈমকে অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম, ক্লাবের সহ-সভাপতি সৈয়দ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক সফিক, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুল মিয়া, নির্বাহী সদস্য মোঃ হাছান আলী, জুয়েল চৌধুরী প্রমূখ। পরে অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com