স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ব্যবসায়ীর মোটর সাইকেল চুরির অভিযোগে স্বপন মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নসরতপুর থেকে তাকে আটক করে। সে ওই এলাকার আইয়ূব আলীর পুত্র।
জানা যায়, সম্প্রতি শায়েস্তাগঞ্জ ব্যকসের আহবায়ক কমিটির সদস্য আলহাজ¦ নুরুল ইসলাম তালুকদারের একটি ডিসকভার মোটর সাইকেল চুরি হয়। যা সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে তিনি বিষয়টি শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে অবগত করলে পুলিশ অভিযান চালিয়ে স্বপন মিয়াকে আটক করে। পরে তার কাছ থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক মিয়া জানান, আটককৃত স্বপনের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে চুরির রহস্য উদঘাটন হতে পারে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com