নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তারই অফিস সহায়ক জামাল মিয়া। গতকাল রবিবার হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবরে এমন অভিযোগ এনে একটি আবেদন করেছেন অফিস সহায়ক জামাল মিয়ার পুত্র কায়েছ আহমদ জয়নাল।
অভিযোগে বলা হয়, গত ৫ ডিসেম্বর বিকেল ৩টায় বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান কলিং বেল বাজিয়ে অফিস সহায়ক জামাল মিয়াকে চা আনতে আদেশ দেন। চা আনতে কিছুটা দেরি হওয়ায় চেয়ারম্যান বেশ কিছুসংখ্যক লোকের উপস্থিতিতে জামাল মিয়ার উপর ক্ষুব্ধ ও উত্তেজিত হয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে উত্তেজিত উপজেলা চেয়ারম্যান ধাক্কা মেরে জামাল মিয়াকে মাটিতে ফেলে দেন। আকস্মিক মাটিতে পড়ে গিয়ে জামাল মিয়া অজ্ঞান হয়ে যান। উপস্থিত লোকজন অসুস্থ জামাল মিয়াকে পার্শ্ববর্তী ওয়েটিং রুমে নিয়ে সেবা-শুশ্রুষা করেন। খবর পেয়ে জামাল মিয়ার পুত্র কায়েছ আহমেদ জয়নাল অন্যান্যদের সহায়তায় ঘটনাস্থল থেকে পিতাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে কয়েকদিন চিকিৎসা গ্রহণের পর চিকিৎসকগণ তাকে ঢাকায় রেফার করেন। বর্তমানে তিনি ঢাকাস্থ হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধিন আছেন। এ অবস্থায়ই উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান শোকজ নোটিশ পাঠান অফিস সহায়ক জামাল মিয়ার নামে। এতে তিনি মানসিক ভাবে আরো ভেঙে পড়েছেন বলে তার স্বজনরা দাবি করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com