স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। ‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ এই প্রতিপাদ্যে আয়োজিত র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম। রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে এবং ব্র্যাকের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম প্রধান, বিশিষ্ট সাংবাদিক এস এম খোকন, ব্র্যাক আইডিপি ম্যানেজার উম্মে হাবিবা, এরিয়া ম্যানেজার হামিদা আক্তার, প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম, জয়িতা মোছাঃ সাবানা আক্তার, মোছাঃ লিজা আক্তার. জাহেদা আক্তার, পিউলি খানম। পরে বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত ৫ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়। এছাড়া দিবসের শুরুতেই জয়িতা ও অতিথিবৃন্দের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com