স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে হবিগঞ্জে একযোগে কাজ করার প্রত্যয় করছেন মহিলা আওয়ামী লীগের নেত্রীরা। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার হবিগঞ্জ পৌরসভার ১ ও ২নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় তাঁরা এই প্রত্যয় ব্যক্ত করেন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার এবং বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি ইসমত আরা জলি। সাবেক মেয়র মোঃ মিজানুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
এছাড়াও শরীফা আক্তার কুমকুম এবং তাসলিমা আক্তার হ্যাপীসহ মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সহস্রাধিক নেত্রী উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন রহিমা আক্তার মিনা এবং রিতা রায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com