স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে নিখোঁজ হওয়ার ৮ মাসেও মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ নিয়ে ওই পরিবারটি শংকিত অবস্থায় রয়েছে। তাদের একমাত্র সন্তান জীবিত না মৃত কিছুই জানতে পারছে না স্বজনরা। ইমরান মিয়া (১০) নামে ওই শিশু উপজেলার বালিছাপড়া গ্রামের শহীদ মিয়ার পুত্র। গত ৩০ এপ্রিল রমজান মাসে সে মাদ্রাসায় আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয়। এরপর ২ মে বাহুবল থানায় একটি জিডি করা হয়। যার নম্বর ৭৫। কিন্তু এতোদিন হয়ে গেলো পুলিশ আজ পর্যন্ত ইমরানের কোনো হদিস পায়নি। পরিবারের অভিযোগ পুলিশের কাছে গেলে বলা হয়, দেখছি। গত ৮ মাস ধরে স্বজনরা থানায় আসা যাওয়া করলেও তাদের সন্তানকে ফিরে পাননি। তবে পুলিশ জানিয়েছে, তারা চেষ্টা করছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com