
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোঃ মাহবুব আলী বলেছেন- আমি মানুষ, ফেরেশতা নই। কাজ করতে গিয়ে ভুলত্রুটি হতে পারে। তাই ভুলগুলো ক্ষমা করে দিয়ে সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয়কে নিশ্চিত করতে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
মঙ্গলবার সকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কামেশ রঞ্জন কর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, যুগ্ম সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, সাবেক উপজেলা সভাপতি ও সাবেক মেয়র শাহ মোঃ মুসলিম প্রমুখ।