আক্তার হোসেন আলহাদী ॥ বানিয়াচংয়ে সরকারি প্রণোদনায় বিনামূল্যে বোরো (উফসী) ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে সার ও বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হকের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অলক কুমার চন্দ, উপসহকারী মোঃ আলী হায়দার, উপসহকারী নাসিরুল ইসলাম, বানিয়াচং প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তার হোসেন আলহাদী, সাংবাদিক নূরুল ইসলাম, তাপস হোম, শাহ সুমন, শেখ সজিব প্রমূখ।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে ব্রি-২৮ ও ব্রি-২৯ জাতের ধানের আবাদ না করতে কৃষকদের নিরুৎসাহিত করা হচ্ছে। ব্রি-২৮ ও ব্রি-২৯ জাতের ধানের রোগবালাই প্রতিরোধ সক্ষমতা কমে যাওয়া ও ফলন কম হওয়ায় কৃষি বিভাগ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই দুটি জাতের পরিবর্তে ব্রি-৮৮, ব্রি-৮৯, ব্রি-৯২, ব্রি-৯৬ ধান চাষাবাদ করার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হয়।
উদ্বোধনী দিনে উপজেলার ৭ হাজার ১শ’ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি করে বীজ ও ২০ কেজি করে সার বিনামূল্যে প্রদান করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com