চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটের রেমা কালেঙ্গা আদিবাসী পল্লীতে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারে ত্রাণ বিতরণ করেছে বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদ। শুক্রবার দুপুরে কালেঙ্গা মঙ্গোলিয়া বাড়িতে এসব ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের নেতারা। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারে এক বস্তা ও অন্যান্য খাদ্যপণ্য প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ সিলেট এর সভাপতি চিত্তরঞ্জন দেববর্মা, সাধারণ সম্পাদক সুনীল দেববর্মা, বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি জনক দেববর্মা, সাধারণ সম্পাদক সুমন দেববর্মা, অর্থ সম্পাদক প্রফুল্ল দেববর্মা, গাইনিং পাড়া প্রধান সম্ভুদেব বর্মা ও চনবাড়ি প্রধান অঘু দেববর্মা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com