স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরে ট্রেনের তেলবাহী বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় এখনও ট্রেনের সিডিউল বিপর্যয় চলছে। গত দুইদিন ধরে প্রতিটি ট্রেনের ২ থেকে ৩ ঘন্টা সিডিউল বিপর্যস্ত হচ্ছে। ঘন্টার পর ঘন্টা যাত্রীদের স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। গতকাল শুক্রবার ঢাকাগামী জয়ন্তিকা, উদয়ন, পারাবতসহ বিভিন্ন ট্রেন কয়েক ঘন্টা পর শায়েস্তাগঞ্জ স্টেশনে পৌঁছে। অপেক্ষমান সিলেটগামী ট্রেনগুলোও ২-৩ ঘন্টা শায়েস্তাগঞ্জ, রশিদপুর, শ্রীমঙ্গলে থেমে থাকে। ট্রেনের টিকিটে সিডিউল ঠিক থাকলেও বাস্তবে এর কোন মিল নেই। ফলে যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।
প্রসঙ্গত, গত বুধবার রাত ৮টায় লস্করপুর রাউৎগাঁওয়ে তেলবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। পরে রিলিফ ট্রেনের মাধ্যমে লাইনচ্যুত বগি উদ্ধার করে রেলযোগাযোগ স্বাভাবিক করে কর্তৃপক্ষ। কিন্তু এরপরও সিডিউল বিপর্যস্ত নিয়ে হতাশায় রয়েছেন যাত্রীরা। এ বিষয়ে রেলের এক কর্মকর্তা জানান, লস্করপুর-শায়েস্তাগঞ্জ সড়কে লাইনের স্লীপারের নাট বল্টু খোলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কয়েকজনকে আটকও করা হয়েছে। এছাড়া তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় লাইন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সিডিউলে কিছুটা বিপর্যয় ঘটেছে। কয়েকদিনের মধ্যেই তা ঠিক হয়ে যাবে।