স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে জুয়ার আসর থেকে এক ইউপি মেম্বারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় ডিবি’র ওসি নূর হোসেন মামুনের নির্দেশে একদল পুলিশ চুনারুঘাট উপজেলার লালচাঁন চা বাগানে অভিযান চালায়। এ সময় রাণীগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার ইউসুফ আহমেদ সুরুজ ও ২নং ওয়ার্ডের শাহেদ সহ ৩ জনকে আটক করে। তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com