স্টাফ রিপোর্টার ॥ শীত আসার সাথে সাথেই হবিগঞ্জের বিভিন্ন স্থানে জমে উঠেছে বাউল গানের আসর। অভিযোগ রয়েছে- ওইসব আসরে গানের পাশাপাশি মাদক সেবন ও জুয়ার আসর বসে। আর এতে যোগ দিয়ে উঠতি বয়সের যুবকরা বিপথগামী হচ্ছে। চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে। আইন-শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত হয় হবিগঞ্জ জেলার কোথাও বাউল গানের আসর বসবে না। কিন্তু এই আদেশ উপেক্ষা করে শীত আসার সাথে সাথে হবিগঞ্জের বিভিন্ন গ্রামে রাত ১২টার পর বাউল গানসহ এসব আসর বসে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই আসর বন্ধ করে সটকে পড়ে আয়োজকরা। তাই এ ব্যাপারে প্রয়োজনীয়ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন সুশীল সমাজ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com