চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের পল্লীতে মা-মেয়েকে হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাতরা আলমিরা ভেঙে নগদ টাকাসহ স্বর্ণলংকার লুট করে নিয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টায় উপজেলার সদর ইউনিয়নের উত্তর শাইলগাছ গ্রামের আসাদ ভূইয়া ছেলে সফিক ভূইয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
সফিক ভূইয়া জানান, সংঘবদ্ধ ডাকাতরা আমার ঘরের পেছনের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে ডাকাতরা আমার পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ওড়না দিয়ে হাত-পা বেঁধে ফেলে। পরে তারা ঘরে থাকা আলমিরার সকল ড্রয়ার ভেঙে নগদ ১ লাখ ৬ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালংকার, আমার মেয়ের এসএমসি কোম্পানীর মালামালসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। তাছাড়া ঘরের আসবাপত্র ভাংচুর করে। তিনি আরো জানান, ডাকাতরা চলে যাওয়ার পর ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com