গণগ্রেফতার ও মামলার প্রতিবাদে ডা. জীবন ও কলিমউদ্দিন মিলন
গণগ্রেফতার ও মামলার প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন। এক বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় এ দুই নেতা বলেন- ২৮ অক্টোবর বিএনপির মহা-সমাবেশ সরকার চক্রান্ত করে ভন্ডুল করে দিয়ে মিথ্যা বানোয়াট মামলায় সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার এবং হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। একই সময় বিএনপির মহাসচিব সহ শীর্ষ নেতৃবৃন্দ ও প্রায় ১৩ হাজার নেতাকর্মীকে গ্রেফতার এবং অগণিত নেতাকর্মীর বিরুদ্ধে সাজানো মামলা দেয়া হয়েছে। এতকিছু সত্ত্বেও বিএনপির ডাকে দেশের সর্বস্তরের জনতা শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রেখেছে। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ গ্রেফতারকৃত হাজার হাজার নেতাকর্মী ও আলেম ওলামার নিঃশর্ত মুক্তির পাশাপাশি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ ভাবে পালন করার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় এ দুই নেতা। এছাড়া অনতি বিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার আহ্বানও জানানো হয়। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com