স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার (১২০) শনিবার সকাল সোয়া ১০টায় বার্ধক্যজনিত কারণে বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি একাধারে ৪ বার বাঘাসুরা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ আছর কালিকাপুর হযরত মুছা পীর (রঃ)’র মাজার মাঠে জানাজার নামাজ শেষে মাজার প্রাঙ্গনে মরহুমের দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে সায়হাম গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল, মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com