শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীতে এমপি আবু জাহির
মোঃ মামুন চৌধুরী ॥ বিএনপি সরকারের আমলে পুরোনো ও ছেড়া পাঠ্যবই হাতে নিয়ে কেঁদে বাড়ি ফিরত শিক্ষার্থীরা। আওয়ামী লীগ সরকার বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের সেই দুঃখ দূর করেছে। এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বইয়ের বদলে শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেয়া হবে। এখন সারাবছর শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয়। ফলে উৎসবমুখর পরিবেশে ছেলে-মেয়েরা বিদ্যালয়ে যাচ্ছে। তারা সুশিক্ষিত হয়ে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের অধিকার নিশ্চিত এবং অধিকার কিভাবে আদায় করতে হয় তা জনগণকে শিখিয়েছেন। শনিবার দুপুরে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলের চারতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। সকল ক্ষেত্রে অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামীতেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রয়োজন। এক্ষেত্রে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যকলাপ মোকাবিলায় সকলকে সতর্ক থাকার আহবান জানান তিনি। পরে এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জ উপজেলার ৩ শতাধিক কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) এর চেক ও অস্বচ্ছল নারী-পুরুষদের মাঝে অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
ইসলামী একাডেমি এন্ড হাইস্কুল মাঠ প্রাঙ্গণে শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের সভাপতি মোঃ খুর্শেদ আলীর সভাপতিত্বে ও স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোঃ আব্দুর রকিবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঞা, ওসি মোবারক হোসেন ভূইয়া, পৌরসভার সাবেক মেয়র মোঃ ছালেক মিয়া, স্কুলের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুস শহীদ, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান। বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ, জুবায়ের আহমেদ, ব্রাহ্মণডোরা ইউপি চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সিতার আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, প্রেসক্লাব সভাপতি আ. স. ম আফজাল আলী। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক।
অনুষ্ঠান শেষে ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের নবনির্মিত চারতলা এডভোকেট মোঃ আবু জাহির একাডেমিক ভবনের উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।