স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শুরুতেই সকাল সাড়ে ৬ টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, দুপুর ১২ টায় বানিয়াচং উপজেলায় হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে বর্তমান ও সাবেক নেতৃবৃন্দকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র্যালী ও উন্নয়ন শোভাযাত্রা, বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতৃবৃন্দ। জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন চৌধুরী সুমনের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, জেলা যুবলীগের সহ-সভাপতি মোতাহের হোসেন রিজু, বিপ্লব রায় চৌধুরী, সফিকুজ্জামান হিরাজ, ইঞ্জিনিয়ার হাজী মোঃ ওয়াহিদুজ্জামান বাবুল, আব্দুর রউফ মাসুক, যুগ্ম সম্পাদক আবুল হাশেম মোল্লা ফয়সল, বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক ডাঃ ইশতিয়াক চৌধুরী রাজ, মোঃ মামুন মিয়া, মোঃ মানিক মিয়া, মহিবুর রহমান মাহি, বানিয়াচং উপজেলা যুবলীগ সভাপতি মোঃ রেখাছ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক তোফায়েল ভূইয়া, মমিনুর রহমান সজীব, হবিগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন খান, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ রনি, মোতাব্বির তালুকদার পারভেজসহ যুবলীগ নেতৃবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com