স্টাফ রিপোর্টার ॥ নতুন শিক্ষাক্রম অনুযায়ী হবিগঞ্জের বিভিন্ন স্কুলে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হলেও বানিয়াচং উপজেলার হিয়ালা উচ্চ বিদ্যালয় ও বাল্লা গোড়াখালি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা নেয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা হতাশ হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে রুটিন দেয়ার পরও ওই স্কুলগুলোর শিক্ষকরা পরীক্ষা নেননি। গতকাল শনিবার পরীক্ষা নেয়ার কথা ছিল। এদিকে মূল্যায়ন পরীক্ষায় অংশ নিতে না পারায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।
হিয়ালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির জানান, সকল শিক্ষক-শিক্ষিকার মতামতের ভিত্তিতেই গতকাল পরীক্ষা নেয়া হয়নি। তবে তারা নতুন রুটিন প্রকাশ করেছেন। দুই একদিনের মধ্যেই পরীক্ষা নেয়া হবে।
গোড়াখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় চন্দ্র জানান, পরীক্ষা নেয়া হয়েছে। তবে অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করেনি।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লা জানান, রুটিন অনুযায়ী শনিবারই পরীক্ষা নেয়ার কথা, কিন্তু কেনো নেয়া হয়নি। খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।