হবিগঞ্জ শহরের শ্মশানঘাট রোডে এস এ পরিবহনের নির্মাণাধীন বিল্ডিংয়ের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভূক্তভোগী পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে মহিলা কলেজ রোডে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের কোয়ার্টারের সামনে এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহন করেন হবিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শাহ সালাউদ্দিন আহমেদ টিটু। মানববন্ধন চলাকালে সাংবাদিকদের কাছে টিটু বলেন,‘পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা এই কোয়ার্টারে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। কিন্তু গত একবছর আগে এস এ পরিবহনের একটি ভবন নির্মাণের কারণে পার্শ্ববর্তী পরিচ্ছন্নতা কর্মীদের বাসা বাড়ী ধ্বসে পড়ে।’
টিটু বলেন,‘হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমসহ আমরা এসএ পরিবহন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পর তারা ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুষিয়ে দেবে বল্লেও তারা তাদের কথা রাখেননি। পরে আমরা বারবার যোগাযোগ করেও তাদের কাছ থেকে কোন সন্তোষজনক উত্তর পাইনি।’ তিনি অবিলম্বে ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুষিয়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবী জানান। ওই কোয়ার্টারে বসবাসরত স্বপন বলেন,‘আমরা যুগ যুগ ধরে এই আবাসিক কোয়ার্টারে বসবাস করে আসছি। এখন এস এ পরিবহনের নির্মাণ কাজের কারণে আমাদের বাসাবাড়ীর ব্যাপক ক্ষতি হয়েছে। অন্য কোথাও গিয়ে বসবাস করার মতো কোন সুযোগও আমাদের নেই। তাই আমরা আমাদের ক্ষতিপূরণের দাবী জানাচ্ছি।’
মানববন্ধনে অংশগ্রহণকারী পার্শ্ববর্তী কাইয়ূম সেন্টারের একজন ব্যবসায়ী বলেন,‘ওই বিল্ডিং নির্মাণ কাজের জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এর প্রতিকার চাই।’
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com