স্টাফ রিপোর্টার ॥ ১৪০ বছর পূর্তি উপলক্ষে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল ৪ নভেম্বর শনিবার বিদ্যালয় ক্যাম্পাসে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৮টায় স্কুলের মেইন গেইট থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও পুনর্মিলনী পতাকা উত্তোলন এবং পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করবেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। পরে উদ্বোধককে পুষ্পস্তবক, উত্তরীয়, ম্যাগাজিন ও ক্রেস্ট প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, ব্র্যাকের চেয়ারপার্সন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ, পুলিশ সুপার এস এম মুরাদ আলী ও স্কুলের প্রধান শিক্ষক শেখ মোঃ আলফাজ উদ্দিন। বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত র্যাফেল ড্র ও সন্ধ্যা সাড়ে ৭টায় হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করবে বাংলাদেশের খ্যাতনামা ব্র্যান্ড সোলস্, এমএনবি সহ জনপ্রিয় কন্ঠশিল্পীগণ। ৩ নভেম্বর বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং ৪ নভেম্বর সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত স্কুল ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হবে। যথাসময়ে উপস্থিত হয়ে উপহার গ্রহণ করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com