চুনারুঘাট প্রতিনিধি ॥ বিএনপির ডাকা তিন দিনের অবরোধের তৃতীয় দিনেও হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে অবস্থান নেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকেই আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে শান্তি মিছিল ও সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, যুগ্ম সম্পাদক আঃ সামাদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক মানিক সরকার, যুবলীগের লুৎফুর রহমান চৌধুরী, কে এম আনোয়ার আলী, ছাত্রলীগের শাহজাহান শামী ও সায়েম তালুকদারসহ বিভিন্ন ইউনিটের সভাপতি ও সম্পাদকগণ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com