তিনটি ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে ডাস্টবিন বিতরণ
‘মশাবাহিত রোগ-বালাই হতে বেঁচে থাকতে এবং হবিগঞ্জ শহরের পানি নিস্কাশনের স্বার্থে সবাইকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে হবে।’ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩ ইং কর্মসূচীর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এ কথা বলেন। বৃহস্পতিবার ৫ ও ৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার শুরুতে শহরের আরডি হল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বলেন,‘আপনারা আপনাদের প্রতিদিনকার আবর্জনা ডাস্টবিনে ফেলবেন অথবা ভ্যানগাড়ীতে দেবেন। কারণ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারণে মশা বংশ বিস্তার করে। ডেঙ্গুসহ অন্যান্য রোগবালাই হতে বাচঁতে সবাইকে সচেতন হতে হবে।’ তিনি নিজ নিজ আঙ্গিনা পরিস্কার রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।’ সভায় আরো বক্তব্য রাখেন কাউন্সিলর গৌতম কুমার রায়, টিপু আহমেদ ও শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী, সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃ নিস্কাশন) আবদুল কদ্দুছ শামীম, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হুমায়ূন কবির সৈকত ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সিদ্ধার্থ বিশ্বাস।
অনুষ্ঠানে মেয়র আতাউর রহমান সেলিম ৫,৬ ও ৭ নং ওয়ার্ডের মোট ৭৫ জন বাসিন্দার মাঝে ডাস্টবিন বিতরণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com