মোঃ মামুন চৌধুরী ॥ বাহুবলে ইঁদুর নিধন অভিযান সফলে ও নিধনে উৎসাহিত করতে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করে আলোচনা করা হয়েছে। বৃহস্পতিবার পৃথক সময়ে উপজেলার দ্বিমুড়া কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীমের উদ্যোগে আদর্শ বিদ্যানিকেতন ভুলকোট ও দ্বিমুড়া রহমানিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির আহমদ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুল আলম সিরাজী, প্রভাষক মুজিবুর রহমান, শিক্ষক আবদাল হোসেন, মোঃ শামসুদ্দিন, সমাজসেবক দিদার হোসেন, স্কুলের প্রধান শিক্ষক মোঃ মানিক মিয়া, সিনিয়র শিক্ষক মোহাম্মদ নূরুল ইসলাম, শিক্ষক মোঃ শাহজাহান আহমেদসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। উভয় শিক্ষা প্রতিষ্ঠানে ফল বাগানের প্রদর্শনী দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন উপসহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com