নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, খুন ও সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শোডাউন এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি মাদ্রাসা পয়েন্ট থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ কিবরিয়া চত্ত্বরে সমবেত হয়ে কিবরিয়া চত্বর চৌরাস্তা প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা না পাওয়া পর্যন্ত আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘরে ফিরে যাবে না। বিএনপি-জামায়াত চক্রের একজন দুষ্কৃতকারীকেও মাঠে নামতে দেওয়া হবে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com