স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মান্না মিয়া (২৮) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে আমানুল্লাহপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রং মিস্ত্রি মান্না মিয়া উপজেলার ১নং লাখাই ইউনিয়নের পশ্চিম রুহিতনসী গ্রামের শাহ আলম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, মান্না মিয়া আমানুল্লাহপুর গ্রামে শাকিউল আলম সানি নামে এক ব্যক্তির বাড়িতে রংয়ের কাজ করতে যান। কাজ করার এক পর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক মিটারের তারের সাথে জড়িয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com