সিলেট বিভাগের শ্রমিকদল নেতৃবৃন্দের বিবৃতি
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের মুক্তির দাবি জানিয়েছেন সিলেট বিভাগের শ্রমিকদল নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে সিলেট জেলা শ্রমিক দলের আহবায়ক সোরমান আলী, সদস্য সচিব নুরুল ইসলাম, সিলেট মহানগর শ্রমিকদল আহবায়ক আবদুল আহাদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধরী জীবন, হবিগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি এম ইসলাম তরফদার তনু, সাধারণ সম্পাদক এস এম বজলুর রহমান, মৌলভীবাজার জেলা শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সুনামগঞ্জ জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন ও যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন বিএনপি নেতা জি কে গউছের মুক্তির দাবি জানান এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন- দমন-পীড়ন করে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে বন্ধ করতে সরকার পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে। মিথ্যা ও ভিত্তিহীন গায়েবী মামলা দিয়ে বিএনপির জনপ্রিয় নেতা জি কে গউছকে পুলিশ গ্রেফতার করেছে। এসব করে জি কে গউছকে দমিয়ে রাখা যাবে না। কারণ জি কে গউছ একদিনে তৈরী হয়নি। প্রায় ৩৮ বছর যাবত জি কে গউছ বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। হবিগঞ্জের উন্নয়ন কর্মকান্ডে জি কে গউছের অবদান রয়েছে। তিনি দল-মত ও ধর্ম-বর্ণের উর্ধ্বে উঠে হবিগঞ্জবাসীর সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন। এ জন্য হবিগঞ্জের মানুষও জি কে গউছকে ভালোবাসেন। ইনশাআল্লাহ, সকল যড়যন্ত্রের জাল ছিন্ন করেই জি কে গউছ হবিগঞ্জবাসীর মধ্যে ফিরে আসবেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com