মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে বিএনপির নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূ মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের হাবিবুর রহমানের সঙ্গে একই গ্রামের দেওয়ান আলীর ছেলে বিএনপি নেতা মোঃ শফিক মিয়ার দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে বিরোধ চলছে। এ বিরোধের জেরে হাবিবুর রহমানের স্ত্রী মোছাঃ আমেনা বেগম গ্রামের বিশিষ্ট লোকজনের কাছে শফিকের নামে বিচার দিলে শফিক ক্ষিপ্ত হয়ে উঠেন। গত ২৫ অক্টোবর সকালে আমেনা বেগম বাড়ির পাশে একটি জমিতে গেলে শফিক ও তার লোকজন আমেনার উপর হামলা করে আহত করেন। এ ঘটনায় আমেনা বেগম বাদি হয়ে ২৬ অক্টোবর মাধবপুর থানায় লিখিত অভিযোগ দেন।
এ ব্যাপারে মোঃ শফিক মিয়া জানান, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেগুলো সঠিক নয়।
মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই অনিক দেব জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com