স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কামালখানি গ্রামে তাসিবা আক্তার জান্নাত নামে ১৮ মাস বয়সী এক শিশু পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশর্^বর্তী পুকুরে পড়ে যায় তাসিবা। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারপাশে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুর থেকে তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে কামালখানি গ্রামের কামরুল হাসানের কন্যা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com