এস কে কাওছার আহমেদ, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিচতলায় পুরুষ ও মহিলাদের জন্য থাকা দুটি শৌচাগারে ঝুলছে তালা। উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নসহ পার্শ্ববর্তী উপজেলার কয়েকশত মানুষ দূর দূরান্ত থেকে আসেন চিকিৎসাসেবা নিতে।
কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে দু’টি শৌচাগার দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় দুর্ভোগে পড়তে হয় আগত রোগী ও স্বজনদের।
জানা যায়, দীর্ঘদিন ধরেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা বিশিষ্ট বিল্ডিংয়ে আউটডোর এর কাছাকাছি দুটি শৌচাগার রয়েছে। তন্মধ্যে একটি পুরুষ ও অপরটি নারীদের জন্য। দুটি শৌচাগারের দরজায় দীর্ঘদিন ধরে তালা ঝুলানো রয়েছে। সেবা গ্রহিতা কয়েকজন নারীর সাথে কথা হলে তারা জানান, তারা হাসপাতালে এসেছিলেন চিকিৎসা সেবা নিতে। তারা যখন শৌচাগারে যাবেন তখন দেখেন শৌচাগারে তালা ঝুলছে। এমতাবস্থায় তারা বিকল্প কিছু পাননি, বাধ্য হয়ে হাসপাতালের পাশে থাকা বাসা বাড়িতে যেতে হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হোসেন বলেন, শৌচাগারের পয়ঃনিষ্কাশন লাইন বন্ধ হয়ে গেছে। আমরা উর্ধতন কর্তৃপক্ষের নিকট ট্যাঙ্কি নির্মাণের জন্য আবেদন করেছি। বরাদ্দ এলেই নতুন ট্যাঙ্কি স্থাপন করা হবে।