শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে শতাধিক দরিদ্র লোকজনদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার মহাষষ্ঠী তিথীতে নায়েবের পুকুর পাড় মাঠস্থ চৌধুরী বাজার শ্রী শ্রী দুর্গামন্ডপ প্রাঙ্গণে এসব বস্ত্র বিতরণ করা হয়। পূজা উদযাপন কমিটির সভাপতি সংগ্রাম বণিকের সভাপতিত্বে এবং কানু রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক জগদীশ চন্দ্র মোদক। অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ইমন পাল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এখানে উল্লেখ্য যে উক্ত পূজাটি এবার ৭৪তম বর্ষে পদার্পন করেছে। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com