আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বিভিন্ন দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। শনিবার তিনি দিনব্যাপী মাধবপুর পৌরসভাসহ উপজেলার ১২০টি দুর্গা পূজা মন্ডপের মধ্যে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্ব স্ব পূজা মন্ডপ কমিটির সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পূজা উদযাপন কমিটির নেতা মনোজ পাল, বাবুল রায়, বেনু রায়, কাউন্সিলর দুলাল খাঁ, বিশ্বজিৎ দাস, শেখ জহির, সমাজসেবক কবির খাঁন চৌধুরী।
উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, আনন্দ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। প্রতিটি মন্ডপে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে। তিনি হিন্দু সম্প্রদায় এবং মন্দির কমিটির কাছে অনুরোধ করেন তাদের কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে যেন তাকে অবহিত করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com