নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ পৌরসভার আজমিরীগঞ্জ হাটি ও নগর গ্রামের দু’পক্ষের বিরোধ নিষ্পত্তি করে দিয়েছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান। গতকাল আজমিরীগঞ্জ থানা প্রাঙ্গণে উভয়পক্ষ নিয়ে শালিস বৈঠকের আয়োজন করা হয়। শালিসে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলী, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নেতাজী মোঃ হিফজুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বীয়ান ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শালিসে উভয় পক্ষকে মিলিয়ে দেওয়া হয়। ভবিষ্যতে উভয় পক্ষ আর সংঘর্ষে জড়াবেন না বলে অঙ্গিকার করেন।
উল্লেখ্য, সম্প্রতি আজমিরীগঞ্জ হাটির মাসুদ মিয়ার পক্ষের এক কলেজছাত্রের সাথে নগর গ্রামের ফয়সল মিয়ার পক্ষের আরেক কলেজ ছাত্রের কলেজে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে এ নিয়ে উভয় পক্ষের মাঝে কয়েকবার সংঘর্ষ হয়। পরবর্তীতে আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান থানার অফিসার ইনচার্জ নিয়ে ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন এবং শালিসের উদ্যোগ নেন। এদিকে গতকাল শালিস বৈঠক শেষ করেই উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান আজমিরীগঞ্জের বিভিন্ন স্থানে পূজা মন্ডপে গণসংযোগ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com